রাজধানীর উত্তর বাড্ডায় বড় মসজিদ গলিতে স্বামীর সঙ্গে ঝগড়া করে তানিয়া আক্তার (১৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১২ টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি নেওয়া হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত তানিয়ার স্বামী আরিফ হোসেন বলেন, আমি ধানমন্ডিতে একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করি। রাতে বাসায় এসে মোবাইলে গেম খেলছিলাম। সে গেম খেলতে নিষেধ করে তাকে সময় দিতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে আমি রুমের দরজা লক করা পাই। আমি তাকে ডাকাডাকি করলেও দরজা খুলে না।পরে দরজা ভেঙে ঢুকে দেখি সে রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আড়াই বছর আগে প্রেম করে বিয়ে করি আমরা। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলায়। আমরা উত্তর বাড্ডার বড়টেক মসজিদ গলিতে ভাড়া বাসায় থাকতাম। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে, বাড্ডা থেকে অচেতন অবস্থায় এক গৃহবধূকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএএ/এসকেডি