রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতাররা হলেন- সোহেল, মাসুদ রানা ও আবু হানিফ। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বুধবার (১০ অক্টোবর) ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ আসে কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা কেনাবেচা করছে। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৪০ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় বিক্রয় করত। ডিএমপির কদমতলী থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এমএসি/এমএইচএস