আর্থিক সহায়তার দাবি মাইক ব্যবসায়ীদের
মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে দীর্ঘ সময় লকডাউন ছিল। এ সময় বন্ধ ছিল সব ধরনের রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান। তাতে ক্ষতির মুখে পড়তে হয়েছে মাইক/সাউন্ড ব্যবসায়ীদের। তাই এই খাতের সংশ্লিষ্টদের জন্য সরকারি আর্থিক সহায়তা দাবি করেছে বাংলাদেশ মাইক মালিক ব্যবসায়ী সমিতি। একইসঙ্গে সমিতি সরকারের কাছে স্বল্প সুদে ১০০ কোটি টাকা ঋণের দাবিও জানিয়েছে।
বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান সমিতির সভাপতি মাইন উদ্দিন।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মাইক ও ডেকোরেটর মালিকরা মানবেতর পরিস্থিতিতে জীবন-যাপন করছে। এখন দেশে মাইক/সাউন্ড ভাড়ার প্রচলন বন্ধ, তাই আমাদের অন্য কোনো পন্থায় ইনকাম করার ব্যবস্থা নেই। দেশের প্রান্তে প্রায় এক লাখ মাইক ব্যবসায়ী আছেন। ব্যবসা রানিং না থাকায় দোকান ভাড়া দেওয়া ও পরিবার নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ছে।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অনুদান দিয়েছে। কিন্তু মাইক শিল্প যে ধ্বংসের দ্বার প্রান্তে তা দেখার কেউ নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করছি। আমরা দাবি জানাতে চাই- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এগুলো আমাদের মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রনি, সাংগঠনিক সম্পাদক মো. আকমম, কোষাধ্যক্ষ মো. পিন্টু।
এমএইচএন/এমএইচএস