১৪ নভেম্বর থেকে বিশেষ ওএমএস বন্ধ করার নির্দেশ
আগামী ১৪ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ২৫ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছিল।
বুধবার (১০ নভেম্বর) মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচিতে সারাদেশে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচিতে খাদ্যশস্য বিতরণ চলমান আছে। এ কারণে ওএমএসের বিশেষ কার্যক্রমে ক্রেতার উপস্থিতি ক্রমশ কমছে এবং চাল বিক্রি আশানুরূপ হচ্ছে না মর্মে বিভিন্ন জেলা খাদ্য নিয়ন্ত্রকদের বরাতে খাদ্য অধিদফতর চলমান ওএমএস এর বিশেষ কার্যক্রম বন্ধের জন্য অনুরোধ করে।
এমতাবস্থায় বিষয়টি বিবেচনা করে ওএমএসের বিশেষ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে বন্ধ করে শুধুমাত্র ওএমএসের কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
বিজ্ঞাপন
এসএইচআর/জেডএস