ঢাকা ওয়াসার আওতাধীন গভীর নলকূপ ও কলাম পাইপের পিরিওডিকেল মেইনটেনেন্সের বিষয়ে কমিটি গঠন করেছে সংস্থাটি। একইসঙ্গে কমিটির সদস্যরা গভীর নলকূপের মোটর বার্নিংয়ের কারণ অনুসন্ধান ও প্রশমনে অনুসরণীয় কার্যক্রম সংক্রান্ত গাইড লাইন প্রণয়ন করবে।

রোববার (১৪ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী সচিব শারমিন হক আমীর এ বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন।

পাঁচ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার জরুরি পানি সরবরাহ প্রকল্পের পরিচালক নুরুল ইসলামকে।পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার এফএম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শেখ আরিফ রহমান জিতুকে।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার এফএম বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সুজন চন্দ্র বর্মণ, ঢাকা ওয়াসার তড়িৎ ও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহরিয়া হোসাইনী এবং ঢাকা ওয়াসার উপ প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সালেকুর রহমান।

শারমিন হক আমীর বলেছেন, গঠিত কমিটিকে এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালাসহ একটি প্রতিবেদন ১৫ কর্মদিবসের মধ্যে প্রস্তুত করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করতে হবে।

এএসএস/এমএইচএস