গভীর নলকূপ বিষয়ে গাইড লাইন প্রণয়নে ওয়াসার কমিটি
ঢাকা ওয়াসার আওতাধীন গভীর নলকূপ ও কলাম পাইপের পিরিওডিকেল মেইনটেনেন্সের বিষয়ে কমিটি গঠন করেছে সংস্থাটি। একইসঙ্গে কমিটির সদস্যরা গভীর নলকূপের মোটর বার্নিংয়ের কারণ অনুসন্ধান ও প্রশমনে অনুসরণীয় কার্যক্রম সংক্রান্ত গাইড লাইন প্রণয়ন করবে।
রোববার (১৪ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী সচিব শারমিন হক আমীর এ বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন।
বিজ্ঞাপন
পাঁচ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার জরুরি পানি সরবরাহ প্রকল্পের পরিচালক নুরুল ইসলামকে।পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার এফএম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শেখ আরিফ রহমান জিতুকে।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার এফএম বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সুজন চন্দ্র বর্মণ, ঢাকা ওয়াসার তড়িৎ ও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহরিয়া হোসাইনী এবং ঢাকা ওয়াসার উপ প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সালেকুর রহমান।
বিজ্ঞাপন
শারমিন হক আমীর বলেছেন, গঠিত কমিটিকে এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালাসহ একটি প্রতিবেদন ১৫ কর্মদিবসের মধ্যে প্রস্তুত করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করতে হবে।
এএসএস/এমএইচএস