১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আটক ২, পলাতক ১
এক কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) ও অফিস সহকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় শিকলবাহা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সুমন চৌধুরী নামে একজন পলাতক রয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করায় চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা তহশিলদার শাহাদাতকে পুলিশে ও অফিস সহায়ক এমদাদকে দুদকের হাতে তুলে দেয়।
ডিসি অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাদাত হোসেন কাট্টলী সার্কেল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি আগ্রাবাদ সার্কেলের দক্ষিণ পাহাড়তলি ভূমি অফিসে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
এই সময়ে শাহাদাত ও এমদাদস ভূমি উন্নয়ন করের চালান জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। তারা ভূমি উন্নয়ন করের টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে তা আত্মসাৎ করেছিলেন।
বিষয়টি দৃষ্টিতে আসলে অভিযুক্ত শাহাদাত হোসেন ও অফিস সহায়ক এমদাদকে আটকের নির্দেশ দেন জেলা প্রশাসক। পরে মহানগর আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল শাহাদাতকে আটক করে ডবলমুরিং থানার পুলিশের কাছে সোপর্দ করে। এছাড়া অফিস সহায়ক এমদাদকে দুদকের কাছে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, সরকারি কোষাগারে জমা না দিয়ে চালান জালিয়াতির মাধ্যমে ১ কোটি ২ লাখ আত্মসাৎ করেন সুমন চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসন তাৎক্ষণিক তার বিরুদ্ধে মামলা করে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অভিযুক্ত সুমন চৌধুরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছি। যারা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কেএম/এমএইচএস