বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসার পাশাপাশি গবেষণা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বরাদ্দ নিয়ে ভাবনা নয়, বরাদ্দ তিন গুণ নয়, ১০ গুণ বাড়ানো হবে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউয়ের কেবিন ব্লক বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্ব সিওপিডি দিবস-২০২১ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউয়ের প্রতিটি বিভাগের চিকিৎসা সেবা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৪ বছর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জরুরি বিভাগ ছিল না। চলতি মাসে সাধারণ জরুরি বিভাগ চালু হয়েছে। আজ উদ্বোধন করা হলো আধুনিক চিকিৎসা সেবা সম্বলিত রেসপিরেটরি ইর্মাজেন্সি এবং পোস্ট কোভিড কেয়ার সেন্টার।

তিনি বলেন, আমরা চাই একজন রোগী যেন সব ধরনের আন্তর্জাতিক মানের সেবা আমাদের হাসপাতালে পায়। কোনো রোগীকেই যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়।

করোনা সংক্রমণ প্রসঙ্গে উপাচার্য আরও বলেন, করোনা সংক্রমণের হার কমলেও ভাইরাসটি এখনও বিশ্বব্যাপী বিদ্যমান। এ সময়ে বিশ্ব সিওপিডি দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। ধূমপান পরিহার ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সিওপিডি রোগ প্রতিরোধ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ধূমপান না করা, কলকারখানা ধোঁয়াসহ সব ধরনের ধোঁয়া থেকে দূরে থাকা, তামাক চাষ বন্ধ করা এবং তামাক জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করার মাধ্যমে সিওপিডিও রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তামাকমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই সিওপিডি রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, সিওপিডি হলো শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী প্রদাহ জনিত রোগ। অসংক্রামক রোগগুলোর মধ্যেও সিওপিডি একটি অন্যতম শীর্ষস্থানীয় রোগ। অচিরেই পৃথিবীব্যাপী মৃত্যুর সব কারণের মধ্যে এই রোগটির অবস্থান হবে তৃতীয়। তাই ভয়ংকর এই রোগ সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং প্রতিরোধে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সাংবাদিক ও কলামিস্ট সুভাষ সিংহ রায়, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ মেনুফ্যাকচারারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. মোসাদ্দেক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।

টিআই/আইএসএইচ/ওএফ