রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার (১৭ নভেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০৪ পিস ইয়াবা,  ৫৪৬ গ্রাম হেরোইন, ১৩.২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৯৭ টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা মেগাসিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

একই অপরাধে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১২১ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৯৩টি মামলা দেয় পুলিশ

এআর/আইএসএইচ