টিকা নেওয়ার অনুভূতি জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আল মামুন শাহরিয়ার সরকার

‘আমি টিকা নিয়েছি, কোনো ধরনের সমস্যা হয়নি। আপনারাও টিকা নিন’- টিকা নেওয়ার পর এমনভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আল মামুন শাহরিয়ার সরকার। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে টিকা নেওয়ার পর ঢাকা পোস্টকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করেন এ চিকিৎসক।

ডা. শাহরিয়ার বলেন, ‘আপনারা লাইভে দেখতে পেয়েছেন যে, আমি সবার সামনেই টিকা নিয়েছি। আমি ভালো আছি। আমার কোনো ধরনের সমস্যা হয়নি। সবাইকে বলবো, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনারাও টিকা নিন। আশা করি কোনো সমস্যা হবে না। টিকা নিলে অবশ্যই ভালো থাকবেন।’

তিনি বলেন, ‘ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যতোটা ঝুঁকি বলে অপপ্রচার চালানো হচ্ছে, একজন চিকিৎসক হিসেবে আমি এতটা ঝুঁকি দেখি না।’

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এত আলোচনা হচ্ছে, এর মধ্যে কেনো স্বেচ্ছায় ঝুঁকি নিলেন? -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ হলেও কাজ তো কাউকে না কাউকে দিয়ে শুরু করতে হবে। সবাই যদি পিছিয়ে যায়, তাহলে তো জনগণের মধ্যে আরও ভয়ের সঞ্চার হবে। যদি টিকা নেওয়ার বিষয়টি ঝুঁকি হিসেবে দেখেন, তাহলে আর কি করা? আমিই নিলাম ঝুঁকি। কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে। এটা আসলে নির্ভর করছে কে কিভাবে নিচ্ছে।’

ডা. শাহরিয়ার আরও বলেন, বাংলাদেশে করোনা যখন প্রথম আসে, তখন এটা নিয়ে কেমন ভয়াবহতা ছিলো আপনারা জানেন। কুর্মিটোলা হাসপাতালে যখন করোনার রোগী আসা শুরু হয়, আমরাই প্রথম ডিউটি শুরু করি। এবার যখন করোনার টিকা আসলো, আবার এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সারাবিশ্বেই একটা ভয়ভীতি ছড়িয়ে পড়ল, এই আমরাই প্রথমে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করি।’

টিকা নেওয়ার সময় ভয় লেগেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয় হতেই পারে। তবে এ আতঙ্কটা এখন যেভাবে ফেসবুকে ছড়াচ্ছে, যে অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে.. বিষয়টা আসলে এমন নয়। টুকটাক কিছু সমস্যা হতে পারে। সেরাম ইনস্টিটিউট তো আরও অনেক ভ্যাকসিন তৈরি করে। সারাবিশ্বেই তো তারা টিকা সরবরাহ করবে। পার্শ্বপ্রতিক্রিয়া কিছু হয়, তবে সেটা ভয়ঙ্কর না। হলেও সামান্য কিছু। আর বড় ধরনের প্রতিক্রিয়া হয়তো লাখে একটা ঘটে। এটা তো থাকবেই, আর এটা অবশ্যই ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে।’

এর আগে স্বেচ্ছায় টিকা নিচ্ছেন কি-না এ ব্যাপারে জানতে চাইলে তিনি গতকাল (২৬ জানুয়ারি) ঢাকা পোস্টকে বলেন, ‘টিকা আমি স্বেচ্ছায় নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ চাপিয়ে দেয়নি। আমি চাইলে যেকোনো সময় না করে দিতে পারি। তারা আমাকে বলেছে, আমি সেটা সাদরে গ্রহণ করেছি। টিকা নিবে কিনা হাসপাতাল থেকে জানতে চাইলে অনেকেই আগ্রহ প্রকাশ করেনি। আমিও না করে দিতে পারতাম, সে সুযোগ আমারও ছিলো। কিন্তু আমি স্বেচ্ছায়, স্ব-জ্ঞানে টিকা নিচ্ছি।’

করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতাল ভবনের প্রবেশ মুখ থেকে ভেতরের মঞ্চ পর্যন্ত ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। টিকাদান কর্মসূচির দৃশ্য দেখানোর জন্যও বড় পর্দার ব্যবস্থা করা হয়েছিলো।

টিআই/এমএইচএস