সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে: পরিকল্পনা মন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান /ছবি-ঢাকা পোস্ট
ঝুঁকি ভাতা ও পেনশনসহ সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত সংগঠনটির প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, বিশ্বের একটি সম্মানজনক ও আলোচিত পেশা সাংবাদিকতা। আমরা সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছি। সরকার নানাভাবে আপনাদের পাশে আছে। ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিল নিয়ে কাজ করা হচ্ছে। এসব বিষয়ে মালিকপক্ষেরও এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
সংবাদিকদের সুযোগে বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে কথা বলার আশ্বাস জানিয়ে তিনি বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যয় বাড়াচ্ছে, বিনিয়োগ করছে। তাই এক্ষেত্রে আরও বিনিয়োগ হবে বলে আশা করছি। বিভিন্ন খাতে ঝুঁকি ভাতা ও পেনশন চালু আছে। এখানেও কিভাবে তা চালু করা যায়, সে বিষয়ে আমি চেষ্টা করব। অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ক্র্যাবের সভাপতি মিজান মালিক, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।
বিজ্ঞাপন
এইচএন/ওএফ