৩০ জানুয়ারি রাতে গতি কমবে ইন্টারনেটের
প্রতীকী ছবি
দেশজুড়ে ৩০ জানুয়ারি রাতে প্রায় ৪ ঘণ্টা ইন্টারনেটের গতি কম থাকবে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল লাইন মেরামতের কাজ চলার কারণে ইন্টারনেটের এ গতি কমে যাবে। বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপক (ব্যান্ডউইডথ প্ল্যানিং) এবং উপ-মহাব্যবস্থাপক (ব্যান্ডউইডথ প্ল্যানিং), অতিরিক্ত দায়িত্ব মুহাম্মদ সোয়েব আলী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের কাজ চলছে। তাদের দেওয়া সময় অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি (শনিবার) রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময় পর্যন্ত এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকার কারণে ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্নিত হবে।
বিজ্ঞাপন
এ কর্মকর্তা জানান, সাধারণত রাত ২টার পর থেকে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমে যায়। তাই এ সময়টাকে নির্বাচন করে ক্যাবল লাইনের কাজটি করা হবে। দেশের প্রায় সব জায়গায় ইন্টারনেটের গতি কম থাকবে। তবে কুয়াকাটা এলাকায় বেশি প্রভাব পরবে।
বিএসসিসিএল সূত্র জানায়, ক্যাবল লাইনের কাজ শুরু হওয়ার পর একেবারেই নির্দিষ্ট সময় দেওয়া হলেও ১০ থেকে ১৫ মিনিট সময় কম-বেশি হতে পারে। তবে ওই সময়ের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করা হবে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজ চলার সময়ে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হলেও দীর্ঘ সময় এর প্রভাব পরবে না। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী আদর্শ মান ও উচ্চগতি সম্পন্ন আন্তজার্তিক টেলিযোগাযোগ সেবা প্রদানে শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে প্রতিষ্ঠা অর্জন এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ প্রযুক্তির কল্যাণগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিএসসিসিএল।
এছাড়া প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিস্তৃত টেলিযোগাযোগ সেবা দেওয়ার কাজ করছে। সব ধরণের আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগের জন্য সাবমেরিন কেবল ও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ব্যান্ডউইথ দেওয়া, বিশ্বব্যাপী তথ্য মহাসড়কে বাংলাদেশকে সংযুক্ত করেছে। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রকে এগিয়ে নিতে গুনগত ব্যান্ডউইথ সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।
সরকারের নীতিমালা, প্রবিধান ও নিয়ন্ত্রণ নীতির আলোকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সেবার সব সুবিধা গ্রহণে বাংলাদেশের জনগণকে সার্বিক সহায়তা করছে প্রতিষ্ঠানটি।
একে/ওএফ