রূপগঞ্জে বিস্ফোরণ : চিকিৎসাধীন ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তারা। নিহতরা হলেন-বেলায়েত হোসেন (৬০) এবং হযরত আলী (২৫)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজন আমাদের এখানে এসেছিল। শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় হযরত আলী আইসিইউতে মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন বেলায়েত হোসেন মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সিরাজুল ইসলাম নামে আরও একজন ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
বিজ্ঞাপন
সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এসএএ/জেডএস