ঢাকা ওয়াসার তিন কর্মকর্তাকে নিজেদের বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের বদলি সংক্রান্ত একটি অফিস আদেশ এরইমধ্যে জারি করেছেন ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ওয়াসার তিন কর্মকর্তাকে বদলি করা হলো। এর মধ্যে পিঅ্যান্ডডি (পয়.) বিভাগের সহকারী প্রকৌশলী তানজিনুর আকতারকে বদলি করে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পে বদলি করা হয়েছে। একইভাবে জেনারেটর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামছুন নাহারকে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পে এবং পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের গবেষণা সহকারী ইমরুল হাসানকে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পে বদলি করা হয়েছে।

এএসএস/জেডএস