যাত্রাবাড়ীতে ফেন্সিডিল-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৯৫ বোতল ফেন্সিডিল ও ১৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৯৫ বোতল ফেনসিডিলসহ মো. শফিউল আলম (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক (ওপেন) ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত একই আভিযানিক দল সায়েদাবাদের গোলাপবাগ মোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে এক হাজার ৮৪০ পিস ইয়াবাসহ মো. মোরশেদ (২৪) নামে অপর এক মাদক কারবারিকে আটক করে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে।
অন্যদিকে পৃথক অভিযানে রাজধানীর কদমতলী এলাকা হতে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ২৫০ গ্রাম হেরোইনসহ মো. মহিউদ্দিন (৩০) নামে মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার ভোরে র্যাব-১০ এর একটি পৃথক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পোস্তগোলা এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
জেইউ/ওএফ