ঢাকা-তাসখন্দ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে জোর দিয়েছে বাংলাদেশ ও উজবেকিস্তান। সোমবার (২২ নভেম্বর) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দের পরিবহন উপমন্ত্রী জাসুরবেক এরগাশেভিচ চোরিভের সঙ্গে বৈঠক করেন। এ সময় উভয়পক্ষ ফ্লাইট চালুর বিষয়ে জোর দেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে এয়ার সার্ভিস চুক্তি চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ চুক্তি করা হলে দুদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতিতে দ্বিপাক্ষিক ও আন্তঃআঞ্চলিক সম্পর্ক সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত চুক্তিটি চূড়ান্ত করার আগে কোড শেয়ারিংয়ের সম্ভাবনা অন্বেষণ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে ভিডিও কনফারেন্সের আয়োজন করার প্রস্তাব করেন এবং আলোচনা সভার জন্য তারিখ নির্ধারণের অনুরোধ করেন।

উপমন্ত্রী জানান, করোনাভাইরাস মহামারির কারণে দেশটি সারা বিশ্বের কিছু গন্তব্যে ফ্লাইট বন্ধ রেখেছে। তিনি জানান, বাংলাদেশ এয়ারলাইন্সও আগ্রহী হলে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করা যেতে পারে। উপমন্ত্রী বাংলাদেশি দূতের সব প্রস্তাবকে সমর্থন করেন এবং বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থায় বাংলাদেশের প্রতিপক্ষের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসার বিষয়ে সম্মত হন।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর উজবেক উপমন্ত্রীকে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

এনআই/এসকেডি