পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে মিরপুরে গতকাল বিক্ষোভরত শ্রমিকের একটি অংশ পুলিশের স্থাপনাতেও হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেছে। মামলায় অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতেই ট্রাফিকের সার্জেন্ট আসিফ বাদী হয়ে মামলা করেন। শ্রমিক মারা গেছে এই গুজবটি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হয়। মিরপুর-১০ এর মোড়ে পল্লবীর সহকারী কমিশনারের কার্যালয় ভাঙচুর করা হয়। আগুনে পুড়িয়ে দেয় দুটি মোটরসাইকেল। কাফরুল থানাতেও হামলা করে।

তবে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান ওসি মোস্তাজিজুর রহমান।

মিরপুর ১৩ নম্বর সেক্টরে মঙ্গলবার পোশাক শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। হামলার পর শ্রমিকদের মাঝে গুজব ছড়ায় আহত এক শ্রমিক মারা গেছেন। তবে পুলিশ বলছে, দুজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা কেউ মারা যাননি।

এ গুজব রাজনৈতিক ইন্ধনে ছড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। এ সময় মিরপুর-১০ থেকে কাফরুল থানা সড়কে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। বিনা উস্কানিতে কাফরুল থানাতে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং মিরপুর-১০ ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে।

জেইউ/আইএসএইচ