হাফ পাসের দাবিতে পুরান ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ
গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সদরঘাটগামী বাসের চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায়।
শনিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড় ব্লক করে স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা বলেন, সরকারের কাছে আমাদের দাবি আমাদের জন্য হাফ পাস নিশ্চিত করতে হবে। মেয়ে শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়, আমাদের দেখলে বাসের দরজা বন্ধ করে দেওয়া হয়, এগুলো বন্ধ করতে হবে। শুধু বিআরটিসি বাসে হাফ ভাড়া দেওয়া হয়েছে এতে আমাদের কোনো লাভ হয়নি। সদরঘাটে বিআরটিসির কোনো বাস আসে না। তাই উন্নত দেশগুলোর মতো সব ধরনের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা ও নটরডেম কলেজ ছাত্র নাঈমসহ সড়কে শিক্ষার্থী মৃত্যুর দ্রুত বিচারের দাবি জানান।
বিজ্ঞাপন
এমটি/জেডএস