রাজধানীর মিরপুর থেকে অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র‌্যাব। র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা অপহরণকারী আল আমিনকে (২৮) গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৩ নভেম্বর বেলা ১১টার সময় ঘটনাস্থল সাভার মডেল থানাধীন কাউন্দিয়া প্রি-ক্যাডেট দাখিল মাদরাসা মেইন গেটের সামনে থেকে ভিকটিমকে জোরপূর্বক একটি অজ্ঞাত নম্বরের সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

র‌্যাব-৪ এর জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, গত ২৩ নভেম্বর আলি আমিনসহ অজ্ঞাত ২/৩ জনের সহায়তায় অপহরণ করে মিরপুর মডেল থানা এলাকায় আসামির দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় রেখে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তার একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেইউ/ওএফ