টিকাদানে সহায়তা করেছে ইউএসএআইডি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বস্তি এলাকায় বসবাসকারী নিম্ন-আয়ের জনগোষ্ঠীর মধ্যে করোনার টিকাদান কার্যক্রমে সহায়তা করেছে ইউএসএআইডি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩-২৫ নভেম্বর স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) ঢাকার বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন প্রদান করে। ডিএনসিসি ও ডিএসসিসির ২০টি জোনের অধীনে মোট ১৩৮টি বুথে ১ লাখ ৪৬ হাজার ৬৬৫ জনকে টিকা প্রদান করা হয়। ১৮ বছর বা তার বেশি বয়সীরা অনলাইনে আবেদন করে এবং স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করেন। ইউএসএআইডির কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্প শহর জুড়ে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য অধিদফতরকে সহযোগিতা করেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ১২১ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।
বাংলাদেশ সরকারকে করোনাভাইরাসের মহামারি মোকাবিলায়, ইউএসএআইডি সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্রকল্প পরিচালিত করছে। এর মাধ্যমে গত বছর থেকে বাংলাদেশি চিকিৎসক এবং চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সম্মুখযোদ্ধাদের ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের সক্ষমতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চিকিৎসার জন্য উপযোগী করা, মাঠ পর্যায়ে জনগণের সচেতনতা বৃদ্ধি ও জাতীয় পর্যায়ে টিকা কার্যক্রমে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
এসকেডি