রাজধানীর ভাসানটেক থানার দেওয়ান পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মারুফ (২৫) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের সহকর্মী নয়ন ঢাকা পোস্টকে বলেন, মারুফ রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ওয়েল্ডিং মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার সোনিয়া কান্দি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাসানটেক থানাকে জানানো হয়েছে।

এসএএ/এসকেডি