টিকা নিয়ে ফেরার পথে ট্রাক চাপায় শাশুড়ি-বউয়ের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে।
নিহতরা হলেন- শাশুড়ি রূপবানু (৬০) এবং তার ছেলের বউ মৌসুমি (২৭)। আহত শিশুর নাম মোহনা (৮)। সে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসনাবাদ বিআরটিএর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
নিহতদের নিকটাত্মীয় সোহেল জানান, তারা মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা দেওয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাসনাবাদে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সবজিবোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে রুপবানু ঘটনাস্থলেই মারা যান। মৌসুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৌসুমির একমাত্র মেয়ে মোহনা গুরুতর আহত অবস্থায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি।
বিজ্ঞাপন
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত সেখানে গিয়ে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা যায়নি।
ফারুক আহমেদ/জেডএস