পুলিশের আধুনিকায়নে যুক্ত হচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার। যার মধ্যে থাকবে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন।

ভাস্কর্য ইস্যুতে কোনো মহল যদি জল ঘোলা করার চেষ্টা করে, আমরা সেটা করতে দেবো না। আমরা জল পরিষ্কার করে দেবো। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কক্সবাজারে মেজর সিনহা রাশেদের হত্যার পরিকল্পনা হয়েছে টেকনাফ থানায়, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানা মানুষের জীবন রক্ষা করার জন্য কাজ করবে। থানা কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনাকেন্দ্র হতে পারে না, এটা আমরা বলতে পারি। যদিও থানা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

যারা ভবিষ্যতে পুলিশে আসবেন বলে ভাবছেন, তাদেরও বলবো- মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের এখানে আসবেন না, অন্য জায়গায় যান

আইজিপি

পুলিশের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দুর্নীতি ও দুর্ব্যবহারের বিষয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো নিয়ে ইতোমধ্যে আমরা কাজ করছি। দুর্নীতি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হবো।

তিনি বলেন, আমি পাবলিকলি (প্রকাশ্যে) বলছি, যারা পুলিশে থেকে দুর্নীতি করতে চান তারা চাকরি ছেড়ে দেন। এরচেয়ে স্পষ্ট উচ্চারণ আর কী হতে পারে। অন্য কে, কোথায় কী করলো বাংলাদেশের মানুষের কাছে সেগুলো বিষয় না, কিন্তু পুলিশ বাহিনীর কেউ দুর্নীতি করবে এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না। যারা ভবিষ্যতে পুলিশে আসবেন বলে ভাবছেন, তাদেরও বলবো- মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের এখানে আসবেন না, অন্য জায়গায় যান।

কী থাকছে নতুন অপারেশনাল গিয়ারে 
• নতুন এই অপারেশন গিয়ারের মাধ্যমে পুলিশ সদস্যদের অস্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম বেল্টে রক্ষিত থাকবে।
• হাত থাকবে সম্পূর্ণ খালি।
• দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন আরামদায়ক হবে, ফলে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে।  
প্রথম ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত হাজার সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন হাজার সদস্য এই অপারেশনাল গিয়ার পাবেন। যা পর্যায়ক্রমে সকল মেট্রোপলিটনে, জেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গেও এই গিয়ার যুক্ত হবে।

আইজিপি বলেন, আমরা চাই না ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ একহাতে ওয়্যারলেস ধরে থাকুক। নতুন গিয়ার সংযোজনের ফলে ওয়্যারলেস চলে যাবে বেল্টে। কাঁধে সংযোজিত মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ সদস্যরা ওয়্যারলেস ব্যবহার করতে পারবেন।

এআর/টিএম/এনএফ