সংশয় কাটিয়ে পরীক্ষায় বসতে পেরে খুশি তাহসীন
করোনার কারণে পরীক্ষা কখন হবে-এ নিয়ে সংশয় ছিল এইচএসসি পরীক্ষার্থী মো. তাহসীনের। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় ও ভয় কেটেছে তার। রাজধানীর পল্লবীর ডিগ্রি কলেজের ছাত্র তাহসীন এবারের পরীক্ষায় বসেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে বাবা মো. নুর নবী শিমুর সঙ্গে প্রাইভেটকারে করে সকাল আটটায় মিরপুর ডিওএইচএসের বাসা থেকে রওনা দেয় সে। কেন্দ্র চিড়িয়াখানা রোডের কমার্স কলেজ। পথে গাড়ি যানজটে পড়লে কেন্দ্রে সময়মতো পৌঁছাতে পারবে কি না এ নিয়ে কিছুটা ভয় কাজ করে তার মধ্যে।
বিজ্ঞাপন
তবে ৪০ মিনিট পর নির্দিষ্ট সময়ের আগে কেন্দ্রে পৌঁছাতে পেরে সব সংশয় কেটে যায়। তার চোখে-মুখে ছিল উচ্ছ্বলতা। সে বলে, সংশয় কাটিয়ে, ভয় কাটিয়ে পরীক্ষা দিচ্ছি। আর যেন করোনার সংক্রমণ না বাড়ে, ক্লাস ও পরীক্ষা যেন সময়মতো হয়, এটাই প্রত্যাশা।
বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে তাহসীন। আজ ছিল পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।
বিজ্ঞাপন
করোনাকালের কারণে এবার ক্লাস ও পরীক্ষা কম হয়েছে। তারপরও প্রস্তুতি নিয়ে তাহসীনের মতো প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল-বিকেল দুই ধাপে পরীক্ষা হবে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
পিএসডি/জেডএস