রাজধানী থেকে ৭১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সহকারী পরিচালক রাজিব মিনা এ তথ্য জানান।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীতে অভিযান পরিচালনা করে ৭১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) একটি দল।

বিকেলে এ বিষয়ে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ে (দক্ষিণ) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এমএসি/জেডএস