আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস আজ
আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস বৃহস্পতিবার (২ ডিসেম্বর)। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। এবার দিবসের প্রতিপাদ্য ‘দাসত্ব বর্ণবাদের উত্তরাধিকার বিলোপ : বৈশ্বিক ন্যায়বিচারের জন্য বাধ্যতামূলক’।
ইতিহাস বলছে, ১৯৪৯ সালের এদিনে জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাসপ্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের ওপর কনভেনশন গৃহীত হয়। মানবপাচার, যৌনদাস, জবরদস্তিমূলক শিশুশ্রম, বলপ্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোই এই দিবস পালনের লক্ষ্য।
বিজ্ঞাপন
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিশ্বের এক কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক শ্রম, দাসত্ব ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথায় বন্দি।
পিএসডি/জেডএস
বিজ্ঞাপন