পদ্মা সেতু

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোলের হার নির্ধারণ হয়েছে বলে প্রকাশ করা হচ্ছে। বিষয়টি ‘অপপ্রচার ও গুজব’ বলছে সেতুবিভাগ। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সেতু বিভাগ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোলের হার নির্ধারণ হয়েছে বলে অপপ্রচার চলছে। বিষয়টি সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার ও গুজব। 

‘পদ্মা বহুমুখী সেতুর টোলের হার এখনও চূড়ান্ত হয়নি। তবে টোলের হার নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে টোলের হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে।’ 

টোলের হার নির্ধারণ হলে জনগণকে অবহিতকরা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

পিএসডি/এসএম