চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে সাধারণ, বিভিন্ন ইউপিতে উপ-নির্বাচন ও বিভিন্ন উপজেলায় শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন উপলক্ষে ভোটের দিন সাধারণ ছুটি সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসনকে পাঠিয়েছে ইসি।

ইসি চিঠিতে জানায়, নির্বাচন কমিশন চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপ-নির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের উপ-নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে সময়সূচি ঘোষণা করেছে।

চিঠিতে আরও জানানো হয়, ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির প্রয়োজন নেই। তবে নির্বাচনী এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে। তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এসআর/এসএসএইচ