শপথ নিলেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জনকল্যাণে আত্মনিয়োগের শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গুলশানের নগর ভবনের হলরুমে অবস্থান করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে শপথ নেন তারা।
বিজ্ঞাপন
মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসির নগর ভবন ছাড়াও ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডের সবাই একযোগে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্ৰতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উত্তর সিটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এএসএস/ওএফ