রাজধানীতে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মো. মাসুম (৩০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা স্বজনদের।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় মুগদা থানা পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, মাসুম পেশায় একজন রিকশাচালক। তিন কয়েক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। সেটা পরিশোধ করতে পারছিলেন না। পরে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। এরপর তিনি নিজের ভাড়া বাসায় গলায় ফাঁস দেয়।
তিনি আরও বলেন, তিনি মান্ডা এলাকার মুরালী গলিতে থাকতেন। তার পিতার নাম মো. হাসেম। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/ওএফ