কক্সবাজারের টেকনাফ, নরসিংদীর রায়পুরা ও পাবনার আটঘরিয়ায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখার সহকারী সচিব শাহীনুর আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। 

এ লক্ষ্যে টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়ার পৌর ভোট সুষ্ঠু করতে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

ইসি জানায়, এই তিন পৌরসভায় জুডিশিয়াল সার্ভিসের তিনজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর হতে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসআর/এমএইচএস