চট্টগ্রামের আনোয়ারায় থানায় দায়ের করা এক মামলায় ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ চার্জশিট গ্রহণ করেন।   

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির। তিনি বলেন, আনোয়ারা থানায় দায়ের করা একটি মামলায় ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।  

মামলায় অভিযুক্ত ছয় পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ।

আদালতে সূত্রে জানা যায়, চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে আনোয়ারা থানায় এ বছরের ফেব্রুয়ারিতে মামলা দায়ের করা হয়। ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলাটি দায়ের করেন আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ এলাকার ব্যবসায়ী আবদুল মান্নান। 

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি রাত ২টায় চারটি মোটরসাইকেল নিয়ে ৮ ব্যক্তি ব্যবসায়ী আবদুল মান্নানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে পটিয়া ভেল্লাপাড়া ব্রিজের পূর্বপাশে কৈয়গ্রাম রাস্তার মাথা এলাকার একটি টং চায়ের দোকানে নিয়ে যায়। ওই স্থানে নিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মান্নানকে বলে তার বিরুদ্ধে ডিবিতে অভিযোগ আছে। অভিযোগ থেকে নাম কাটাতে ১০ লাখ টাকা লাগবে। আবদুল মান্নানের মোবাইল থেকে আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে টাকা আনতে বলা হয়। দর কষাকষির করে এক পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা এনে দিলে তাকে ওই জায়গা থেকে ছেড়ে দিয়ে ভোর ৫টার দিকে তারা পটিয়াগামী সড়ক দিয়ে মোটরসাইকেলে চলে যায়। পরে তিনি এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে পুলিশ এ ঘটনার সঙ্গে ৬ পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা পায়। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।  

কেএম/এসএম