গেল কয়েক বছরে ঠিক এই সময়ে শীত জেঁকে বসতো। কিন্তু এবার তাপমাত্রা সারা দেশে গড়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ থেকে আগামী তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১ জানুয়ারি থেকে শীত জেঁকে বসতে পারে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস আজ মঙ্গলবার সকালে ঢাকা পোস্টকে এমন পর্যবেক্ষণই জানালেন।

আবহাওয়া অধিদফতর আগে আভাস দিয়েছিল, ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহ বেড়ে যেতে পারে। দিন দিন তাপমাত্রা কমে যাবে। আর তাতে করে শীতানুভূতি বাড়বে। তবে আবহাওয়া অধিদপ্তরের আভাসের উল্টো চলছে আবহাওয়া।

রাজধানী ঢাকা সহ সারা দেশে এই সময়ে উষ্ণতা বেড়েছে। শৈত্য প্রবাহও নেই। পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলায় শীত পড়েছে। কিন্তু তা অতীতের মতো তীব্র নয়।

আবহাওয়া অধিদফতর বলছে, উত্তরের  বিভিন্ন জেলা ও দেশের কয়েকটি এলাকায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শীত তীব্র নয় কোথাও। বেশির ভাগ জেলায় সন্ধ্যা থেকে ভোর অবধি মাঝারি কুয়াশা দৃশ্যমান হচ্ছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ঢাকা পোস্টকে বলেন, দিনে চলমান মাত্রায় উষ্ণতা থাকছে। রাতে মৃদু শীতানুভুতি থাকছে। আবহাওয়া অধিদপ্তরের একাধিক আবহাওয়াবিদ বলছেন, এই অবস্থার অবসান ঘটতে পারে দুই দিন পর। জানুয়ারির তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

পিএসডি