রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন- মো. রুবেল, মো. আজাদ হোসেন, মো. রাজু ও মো. মেহেদী হাসান মুরাদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা কোতোয়ালী জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, কতিপয় মাদক কারবারি উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, এ সময় তাদের হেফাজত থেকে ৩৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এইচকে