কোভিড স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনক হওয়ায় ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট, ভিসা, সত্যায়ন এবং সনদপত্র সরাসরি জমা ও বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সব ধরনের সেবা ডাকযোগে প্রদান করবে দূতাবাস।

বুধবার (৫ জানুয়ারি) রাতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, কোভিড স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনক হওয়ায় দূতাবাস সকল ধরনের কনস্যুলার সেবা পাসপোর্ট, ভিসা, সত্যায়ন এবং সনদপত্র সরাসরি জমা ও বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সকল সেবা শুধুমাত্র ডাকযোগে প্রদান করা হবে।

ইতোমধ্যে যারা দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহের এসএমএস পেয়েছেন তাদেরও ডাকযোগে পাসপোর্ট নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অথবা পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে পরবর্তীতে দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে বলে বার্তায় উল্লেখ করে দূতাবাস।

এনআই/এসকেডি