‘পিপিপির মাধ্যমে জলবায়ু সহনীয় প্রকল্প নেওয়া হবে’
‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সরকারের গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং পিপিপির মাধ্যমে আগামীতে জলবায়ু সহনীয় প্রকল্প হাতে নেওয়া হবে। এ কাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিচ্ছি’— পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সচিব সুলতানা আফরোজ এসব কথা বলেন।
বুধবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে পিপিপি ও ইউএনডিপি বাংলাদেশ আয়োজিত ‘স্কোপ অব ক্লাইমেট স্মার্ট পিপিপি ইন বাংলাদেশ অ্যান্ড পোস্ট কপ-২৬ ডিসকাশন’ শীর্ষক সেমিনারে এসব বলেন তিনি।
বিজ্ঞাপন
সুলতানা আফরোজ বলেন, কপ-২৬ সম্মেলনে পিপিপি সাইড ইভেন্ট করেছে। আমরা জলবায়ু পরিকল্পনা অনুযায়ী কাজ করব। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার বিষয়টি বলা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা রাখতে চায় পিপিপি। এ কাজকে এগিয়ে নেবে ক্লাইমেট স্মার্ট পিপিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, তাপমাত্রা বৃদ্ধিই বর্তমান বিশ্বের প্রধান সমস্যা। এর ফলে ব্যাপকভাবে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে এটা ঘটছে। তবে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখতে না পারলে ২৫০০ সালের মধ্যে বিশ্ব হবে বসবাসের অযোগ্য।
বিজ্ঞাপন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সলিমুল হক, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন।
এসআর/আরএইচ