শিল্পপতি নাসির উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যাসিফিক জিন্স লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রামের শিল্পপতি মো. নাসির উদ্দিনের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ জুমা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ডের (ডুসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে প্যাসিফিক জিন্স চেয়ারম্যানের সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জসিম উদ্দিন হলের পেশ ইমাম হাফেজ উসাইদ আহমাদ।
এ সময় ডুসাসের সভাপতি মোহাম্মদ শাকিল উদ্দিন ও সাধারণ সম্পাদক আকিল রেজবি, অর্থ বিষয়ক সম্পাদক ফয়সাল, সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক মোহাম্মদ রকিসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মো. নাসির উদ্দিন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুরের বাসিন্দা। তিনি বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
প্যাসিফিক জিন্সের যাত্রা ১৯৮৪ সালে শুরু হলেও ১৯৯৪ সালে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স নামে দেড় হাজার শ্রমিক নিয়ে কারখানা স্থাপন করেন শিল্পপতি মো. নাসির উদ্দিন। এখন এই গ্রুপের ৬টি কারখানা চালু আছে। এসব কারখানায় এখন ৩০ হাজার শ্রমিকের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে।
এইচআর/এসকেডি