নাসিক নির্বাচন : কে কোথায় ভোট দেবেন
তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (১৬ জানুয়ারি)। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি, বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারসহ মোট ছয়জন মেয়র প্রার্থী নারায়ণগঞ্জ সিটি ভোটে অংশগ্রহণ করছেন।
তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তবে এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানীয় প্রভাব বিরাজমান থাকবে ভোটের মাঠে। শামীম ওসমান আইভির পক্ষে কাজ করতে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও ভোটের মাঠের চিত্র ভিন্ন। যার ফলে এবারের হিসেব-নিকেশ পাল্টে যেতে পারে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টাকা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জানা যায়, নারায়ণগঞ্জের আমজনতা আগামীকাল ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী পরবর্তী সময়ের জন্য মেয়র নির্বাচিত করবেন। তবে আমজনতার পছন্দের তালিকার শীর্ষ দুই নেতা কে কোথায় ভোট দেবেন সে বিষয়ে ইসি সূত্রে জানা গেছে। একই সঙ্গে শামীম ওসমান কোথায় ভোট দেবেন সে বিষয়েও ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছে, আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি ভোট দেবেন দেওভোগ শিশুবাগ স্কুলে। আর স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার ভোট দেবেন মাজদাইর আদর্শ স্কুলে। অন্যদিকে নারায়ণগঞ্জে ক্ষমসীনদের প্রভাবশালী নেতা শামীম ওসমান ভোট দেবেন খানপুর একাডেমি স্কুলে।
ইসি জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এসব ভোটকেন্দ্রে ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষ থাকবে এবং এসব ভোটকক্ষে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোটের মাঠে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
বিজ্ঞাপন
ইসির তথ্য অনুযায়ী মেয়র পদে ছয়জন প্রার্থী হলেন- খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহিষ্কৃত বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস এবং বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী।
গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার এই সিটিতে এটি তৃতীয় নির্বাচন হতে যাচ্ছে। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে ভোট হয়।
এসআর/আইএসএইচ