ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় শাহাবুদ্দিন ওরফে শুভ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারের সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে শুভ মোহাম্মদপুর এলাকায় সেগুলো বিক্রি করত। এসব তথ্য যাচাই-বাছাই করে শুভর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে ডিবি উত্তরা বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গতকাল রাতে মোহাম্মদপুর এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারের বিরুদ্ধে ডিএমপি মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় তাকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসি/এমএইচএস