‘রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি’
বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি
‘চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আমরা রাতারাতি রাজপথে অবস্থান নিইনি। টানা নয় মাস সরকারের বিভিন্ন মন্ত্রণলয়ে ধরনা দিয়েছি। কিন্তু যখন আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে না, তখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে।’
চাকরির বয়সসীমা বৃদ্ধি প্রত্যাশীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী থেকে এসব কথা বলেন হামলায় আহত শিক্ষার্থী তাসলিমা লিনু।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এ পর্যন্ত যত কর্মসূচি হয়েছে, কেউ বলতে পারবে না আমরা কোনো সহিংসতা করেছি। এত শান্তিপূর্ণ আন্দোলনের শর্তেও কেন পুলিশ বাহিনী আমাদের ছাত্রসমাজের ওপর চড়াও হয়েছে, আমরা জানি না। আমরা বরাবরই বলে আসছি, আমরা সাধারণ ছাত্র সংগঠন। আমরা চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম, আমাদের রাজনৈতিক পরিচয় নেই। তার পরও আমাদের ওপর এত আক্রমণ কেন?’
দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক দেশের কথা বলি, উন্নয়নের কথা বলি। অথচ আমাদের স্বাভাবিক যে মানবিক বোধ, সেই বোধেরই জন্ম হয়নি। আমাদের এখন ভাবার সময় হয়েছে, রাষ্ট্র পরিচালনায় আমাদের মানবিক হওয়ার উচিত, দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার সময় এসেছে। আমি আহ্বান জানাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, আরেকটু মানবিক হোন, মানবিক দিক থেকে আমাদের দাবিগুলো বিবেচনা করুন।’
বিজ্ঞাপন
এমএইচএন/আরএইচ