পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিসের ১৩ কর্মকর্তা
সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১৩ জন উপ-সহকারী পরিচালক ও সমমান পদের কর্মকর্তা।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস অধিদফতরের সম্মেলন কক্ষে পদোন্নতি পাওয়াদের র্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
বিজ্ঞাপন
এ সময় মহাপরিচালক বলেন, পদোন্নতি শুধু মর্যাদা আর র্যাংক বৃদ্ধি করে না, দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করব, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করে পদোন্নতির প্রতিদান দেবেন।
দুর্ঘটনার ফোন পেলেই ফায়ার সার্ভিসের কর্মীরা যেমন সততার সঙ্গে সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে, ফায়ার সার্ভিসের প্রতিটি সেবার ক্ষেত্রেই এই নীতিমালা বাস্তবায়নের বিষয়ে পদোন্নতি পাওয়ারা সচেষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর তিনি উপস্থিত পরিচালক ও উপ-পরিচালকদেরকে সঙ্গে নিয়ে পদোন্নতি পাওয়াদের র্যাংকব্যাজ পরিয়ে দেন।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান বলেন, অধিদফতরের মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ আর নির্দেশনায় আমরা নতুন বছরের প্রথম মাসেই এ পদোন্নতি দিতে পেরে আনন্দিত।
স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
র্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম। এ সময় ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান, অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিমসহ ফায়ারের সব প্রকল্প পরিচালক, উপ-পরিচালকসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআর/আইএসএইচ