আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন/ ফাইল ছবি
আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কাতারভিত্তিক গণমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না- বিষয়টি সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা আলজাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। উই আর লুকিং টু ইট (আমাদের নজর সেদিকে)। অন্যান্য দেশের মিডিয়াটিডিয়ার বিরুদ্ধে জাজরা (বিচারকরা) খুব লিনিয়ার, এগুলো তারা ধরেন না। তবে তথ্যগত যদি বড় ধরনের ভুল হয় সেটা দেখেন।’
বিজ্ঞাপন
আলজারিরার প্রতিবেদনের যেখানে তথ্যগত ভুল আছে সেগুলোতে আমরা লিগ্যাল অ্যাকশন (আইনি পদক্ষেপ) নেওয়া যেতে পারে বলে জানান মোমেন।
গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিবেদনটির প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল জাজিরার সংবাদটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট।
বিজ্ঞাপন
ওই প্রতিবেদনে আলজাজিরা প্রধানমন্ত্রীর ‘বডিগার্ড’ বলে একজনের নাম উল্লেখ করেছেন। সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলজাজিরার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনওই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড। আপনাদের মনে আছে, আমাদের প্রধানমন্ত্রী ২০০৪ সালেও (তৎকালীন বিরোধী দলীয় নেত্রী) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কারা ছিল ওনার বর্ডিগার্ড? এই সুরঞ্জিত, সাবের হোসেন, এই মায়া ভাই; এরাই ছিলেন। কোনো পয়সা দিয়ে বডিগার্ড উনি নিতেন না কখনও। এরকম অভ্যাস ওনার ছিল না। বডিগর্ডের সিস্টেমটাতো সম্প্রতি বাংলাদেশে আসছে।’
এদিকে, আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে আলজাজিরার প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তের পুনরাবৃত্তি বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়াও প্রতিবেদনে দেখানো আরও নানা বিষয়েও প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। প্রতিবেদনের মন্তব্যকারীরা হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত ডেভিড বার্গম্যান, মাদকাসক্তির অভিযোগে বাংলাদেশ সামরিক একাডেমি থেকে বহিষ্কৃত প্রাক্তন ক্যাডেট জুলকারনাইন সায়ের খান (প্রতিবেদনে সামি হিসাবে চিহ্নিত) এবং ‘কুখ্যাত’ নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। অসৎউদ্দেশ্যপ্রণোদিত এই ব্যক্তিদের মধ্যকার যোগসূত্র তাদের অতীত স্পষ্ট দৃশ্যমান বলেও উল্লেখ করা হয়েছে এতে।
এনআই/এফআর