জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগে তালিকা প্রণয়নের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি ৩০ জন কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল। তবে তা স্থগিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৩ ফেব্রুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে এ স্থগিতাদেশ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, ‘আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক পদে নিয়োগের লক্ষ্যে ৩০ জন কর্মকর্তার ফিটলিস্ট প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

সাক্ষাৎকার কার্যক্রমের সংশোধিত তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে অফিস আদেশে বলা হয়। 

উল্লেখ্য, জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

এসএইচআর/এইচকে