ব্যাম্বু শুটসহ উত্তরার হোটেল-বারে অভিযান, গ্রেপ্তার ৮
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মদের খালি বোতল/ ছবি: সংগৃহীত
রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তরার বিভিন্ন হোটেল ও বারে অভিযান চালিয়েছে পুলিশ। ‘মদপানের’ পর এর বিষক্রিয়ায় ওই শিক্ষার্থীর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও তার পরিবারের অভিযোগ- ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
ওই তরুণী ও তার বন্ধুরা উত্তরায় ব্যাম্বু শুট নামের যে রেস্টুরেন্টটিতে মদপান করেছিল, সেটিতেও অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযানে ব্যাম্বু শুট চাইনিজ রেস্টুরেন্ট থেকে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের চারটি খালি বোতল উদ্ধার করা হয়। এ সময় ওই রেস্টুরেন্টের চার কর্মচারীকেও গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন- উইলিয়াম রোজারিও (৩৮), শাওন (২৭), ইমরান (২৫) ও শমির উদ্দিন (৩০)। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. কামরুজ্জামান সরদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উত্তরায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে বিয়ার ও বিদেশি মদসহ আট জনকে গ্রেপ্তার করা হয়।’
বিজ্ঞাপন
বাকি গ্রেপ্তাররা হলেন- কাওছার কিবরিয়া (৫১), মো. রিপন (২৮), মো. রাজন (২৮) ও সহিদুর রহমান মিজান (২৫)।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘উত্তরা তিন নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারে অবস্থিত ব্যাম্বু শুট চাইনিজ রেস্টুরেন্ট থেকে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের চারটি খালি বোতল উদ্ধারসহ উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান ও শমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে অবস্থিত লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ৫১ বোতল বিদেশি মদসহ সাহিদুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ‘তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে অবস্থিত এয়ারোলিং আবাসিক হোটেল থেকে ৬০টি হান্টার বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতলসহ কাওছার কিবরিয়া, মো. রিপন ও মো. রাজনকে গ্রেপ্তার করা হয়।’
ওইসব ক্লাব, বার, রেস্টুরেন্ট ছাড়াও উত্তরা ৯ নম্বর সেক্টরের হোটেল গ্র্যান্ড প্যালেস, হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরের হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরের হবনব চাইনিজ রেস্টুরেন্ট, ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ রোডে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টের পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান পরিচালনা করে সরঞ্জামাদি জব্দ হয়।
এছাড়াও একই ভবনে অবস্থিত একটি স্পা হাউজ ও সিগনেচার ক্লাবেও অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গত রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এর আগে ২৮ জানুয়ারি ওই শিক্ষার্থী তার বন্ধু-বান্ধবীদের সঙ্গে উত্তরার ব্যাম্বু শুট রেস্টুরেন্টে মদপান করেছিলেন বলে জানা গেছে।
এমএসি/এফআর