দক্ষিণ-পূর্ব মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তানকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্য অনুরোধ করেছে দেশটিতে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) তাজাকিস্তানের বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে যান দেশটির রাষ্ট্রদূত ইমোমি সৌদিক আসুবয়জোদা। এ সময় রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম এই অনুরোধ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে ত্বরান্বিত করার জন্য ইমোমি সৌদিকে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে বলেন।

রাষ্ট্রদূত ইমোমিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও লেদার আমদানি করার প্রস্তাব দেন। এ সময় জাহাঙ্গীর আলম বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়েও তাজাক রাষ্ট্রদূতকে বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গটিও উপস্থাপন করেন রাষ্ট্রদূত জাহাঙ্গীর। তিনি তাজাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোকে এই সমস্যা সমাধানে বাংলাদেশকে সমর্থনের জন্য অনুরোধ করেন।

এনআই/জেডএস