দুর্নীতির শীর্ষে যে ১০ দেশ
২০২১ সালের দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) সবচেয়ে কম স্কোর পেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান। সিপিআই-২০২১ অনুযায়ী ১০০ স্কোরের মধ্যে ওই দেশের স্কোর মাত্র ১১। এরপরে মাত্র ১৩ স্কোর পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া ও সোমালিয়া।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে এসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির ধারণা সূচক-২০২১ এ প্রতিবেদনটি উপস্থাপন করেন।
বিজ্ঞাপন
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১০ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা (স্কোর ১৪), ১৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইয়ামেন, উত্তর কোরিয়া ও আফগানিস্তান।
এরপর পঞ্চম অবস্থানে রয়েছে লিবিয়া ও বিষুবীয় গিনি (স্কোর ১৭ ), ষষ্ঠ তুর্কিমেনিস্তান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বুরুন্ডি (স্কোর ১৯), সপ্তম সুদান, নিকারাগুয়া, হাইতি, কমোরোস ও চাঁদ (স্কোর ২০), অষ্টম কঙ্গো ও গিনি বিসাও (স্কোর ২১) ও নবম স্থানে রয়েছে ইরিত্রিয়া ( স্কোর ২২)।
বিজ্ঞাপন
২৩ স্কোর অনুযায়ী দশম স্থানে রয়েছে অফ্রিকার দেশ জিম্বাবুয়ে, এশিয়ার ইরাক ও মধ্য আমেরিকার দেশ হুন্ডুরাস।
১০০ ভিত্তির এই সূচকে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসেবে বিবেচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বিশ্বের ১৮০টি দেশের বিভিন্ন খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবছর দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে টিআই।
আরএম/এসএম