চট্টগ্রামে বাসচাপায় রিকশা যাত্রীর মৃত্যু
চট্টগ্রামের ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতালের সামনে বাসচাপায় মো. আনোয়ার হোসেন (৬১) নামে এক রিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
বিজ্ঞাপন
নিহত আনোয়ার হোসেন ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে আনোয়ার হোসেন রিকশায় করে আগ্রাবাদ-বিমানবন্দর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতাল এলাকায় পৌঁছালে ৬ নং বাস আনোয়ারকে বহনকারী রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আনোয়ার হোসেনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আনোয়ার রিকশায় করে কোথায় যাচ্ছিলেন তা জানতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
কেএম/জেডএস