করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। বর্তমানে তিনি রাজধানী ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

সরকারি কর্মচারী হাসপাতালে পরীক্ষায় গত বুধবার তার স্যাম্পল পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে থাকায় তিনি অধিকাংশ ব্যক্তির ফোন ধরছেন না। 

ষাটোর্ধ্ব এই সরকারি করকর্তা সরকারি বাসভবনে বসে জরুরি প্রয়োজনে বিভিন্ন ফাইলে স্বাক্ষর করছেন বলে জানা গেছে। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের একান্ত সচিব ফুয়াদ হোসেন আনন্দ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বলেন, স্যার (ধীরেন্দ্র নাথ) করোনা পজিটিভ, গত বুধবার থেকে তিনি অসুস্থ। যেহেতু তার বয়স একটু বেশি, সেহেতু সুস্থ হতে তার একটু সময় লাগবে। 

রেল সচিব ও তার পিএস করোনায় আক্রান্ত

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর করোনা আক্রান্ত হয়েছেন। সদস্য সমাপ্ত জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সরকারি কর্মচারী হাসপাতালে নমুনা পরীক্ষা করালে গত বুধবার ফল পজিটিভ আসে। এরপর থেকে রেল সচিব ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। 

রেল সচিবের দপ্তর সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ড. মো. হুমায়ুন কবীর রেল সচিব পদে যোগদান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মীরা ঢাকা পোস্টকে বলেন, রেল সচিবের সঙ্গে করোনা পজিটিভ বলে ধরা পড়েন সচিবের পিএস মাহবুবুল হক। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।

পিএসডি/জেডএস