উত্তরখানে বসতঘরে আগুন
ফাইল ছবি
রাজধানীর উত্তরখানে টিনশেড একটি ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুপুর সোয়া দুইটার দিকে আমরা রাজধানীর উত্তরখানে টিনশেড একটি বসতঘরে আগুন লাগার খবর পাই। তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ৩টা ২৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, এমন তথ্য ফায়ার সার্ভিসের কাছে এখন পর্যন্ত আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
এমএসি/আরএইচ