ওয়াসার ৩ প্রকৌশলীকে ফেরত দিল ডিএনসিসি
ঢাকা ওয়াসা থেকে ডিএনসিসিতে প্রেষণে নিয়োজিত তিন প্রকৌশলীর প্রেষণাদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের দাপ্তরিক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।
বিজ্ঞাপন
ডিএনসিসি থেকে ঢাকা ওয়াসায় ফেরত যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত মাহমুদ, সহকারী প্রকৌশলী সালেহ মোহাম্মদ তাওসিফ ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন।
অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা ওয়াসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত তিন প্রকৌশলীর প্রেষণাদেশ বাতিল করে ঢাকা ওয়াসায় ফেরত দেওয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকা ওয়াসায় তাদের যোগদান করতে হবে।
বিজ্ঞাপন
এএসএস/আরএইচ