সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী গ্রেফতার
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলম মাসুদকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে তার সেগুনবাগিচার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, খোরশেদ আলম মাসুদের বিরুদ্ধে হওয়ায় মামলার পরিপ্রেক্ষিতে তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমাদের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৬ জানুয়ারি) রাতে মগবাজারের নিজ বাসায় সাংবাদিক এমদাদুলের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে খোরশেদ আলম মাসুদের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় এমদাদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) হাতিরঝিল থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে সাংবাদিক এমদাদুলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় জড়িত খোরশেদ আলম মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এমএসি/আইএসএইচ